Posts

Showing posts from November, 2022

জাওয়ার

  ----দেখো নাফিজ ভাইয়া নতুন মা আমাকে আজ কতো আদর করেছে।আমার পায়ে না খুব ব্যথা করছে।পিঠে মনে হচ্ছে আগুন ধরিয়ে দিয়েছে।খুব জ্বলছে জানোতো। জামা উঠিয়ে নিজের পিঠটা নাফিজকে দেখালো পাঁচ বছরের ছোট্ট মিষ্টি। ----এ কি অবস্থা হয়েছে তোর মিষ্টি পাখি!আর তুই বলছিস আদর করেছে! ছোট্ট মিষ্টির পিঠের দিকে তাকিয়েই আঁতকে উঠলো নাফিজ।ধবধবে সাদা চামড়ার পিঠে হাতের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে।গাঢ় লাল হয়ে গেছে।রক্ত ফুটে উঠেছে। ----এদিকে আয়।চল আমার সাথে চল। ----না না ভাইয়া।নতুন মা খুব বকবে।আগের দিন তুমি আমাকে চকলেট দিয়েছিলে না ওটা দেখে মা না বাবাইকে নালিশ করে দিয়েছিল।জানো বাবাই না আমাকে খুব মেরেছিল।আমার হাতটা এতো ফুলেছিল আমি তো ভেবেছিলাম ঐ তমা আপুর মতো মোটা হয়ে যাব না খেয়ে।হি হি। মিষ্টি খিলখিলিয়ে হেসে দিল।নাফিজ মিষ্টি কে কোলে নিয়ে তাদের বাড়ির দিকে গেল। ;;;;; ----কোথায় গেল এই মেয়েটা?জ্বালিয়ে খাচ্ছে পুরো।এর মা টা তো গেছে।একে যে কেন রেখে গেছে আল্লাহ জানে।আসুক আজ ওর খবর আছে। ঝাটা টা হাত থেকে ফেলে রাগে ফোঁস ফোঁস করছে তানিয়া। ----ও বৌমা কই তুমি?এট্টু শুইনবার যাও দেহি। ঘরের মধ্যে থেকে রাহেলা বেগমের গলা শুনে আরো মেজাজ খারাপ হ...